একটা প্রাণ!
মা - এর নাড়ী ছেঁড়া ধন একটা 18 মাসের শিশু।
(যশৈতলা, লালগোলা,মুর্শিদাবাদ)
মা - এর নাড়ী ছেঁড়া ধন একটা 18 মাসের শিশু।
(যশৈতলা, লালগোলা,মুর্শিদাবাদ)
হসপিটাল 25 লাখ নেবে শুধু অপারেশনের এর জন্য, আমরা অনেক চেষ্টা করে প্রায় 16 লাখ মত জোগাড় করতে পেরেছি, আপাতত হসপিটাল বলেছে এই টাকা টুকু জমা করলে অপারেশন শুরু করবে কিন্তু আদপে টাকা জমা করার পরেও অজানা কারণে অপারেশন এর ডেট পাওয়া যাচ্ছে না।
মাঝে মাঝেই প্লেটলেট কমে যাচ্ছে এমনকি দু একবার কমে প্রায় শূন্য হয়ে গেছিলো এবং এতবার প্লেটলেট দেওয়াতে তার শরীরে অ্যান্টিবডি বেড়ে গেছে এটা না কমালে অপারেশন এর পর কিছু ঝুঁকি থেকে যায়, মুশকিল হচ্ছে অ্যান্টিবডি কমানোর চিকিৎসা খরচ সাপেক্ষ।
এর মাঝে আবার এমপি খলিলুর রহমানের যে সুপারিশ লেটার সেটা জমা করতে গেলে পিকুর অধার কার্ড না থাকলে হবে না বললো সেই আধার কার্ড এর ফর্ম অনেক ঝামেলা করে জমা পড়েছে কিন্তু সেই চিঠির দরুন সর্বোচ্চ 4 থেকে 5 লাখ টাকা পাওয়া যাবে।
অর্থাৎ শুধু অপারেশন এর জন্যই আরো 5 লাখ মত জোগাড় করতে হবে।
এর পরেও কিছু খরচ থাকবে।
মোটামুটি আমাদের পরিচিত সকলের কাছে হাত পেতেছি তাই পরিচিতের সার্কেল শেষ
এখন আপনারা যদি এই পোস্ট সর্বোচ্চ ছড়িয়ে দেন তবে হয় তো কিছু সাহায্য পেতে পারি।
যদি এই রোগের চিকিৎসা না থাকতো তবে আলাদা কথা কিন্তু যেখানে চিকিৎসা সম্ভব সেখানে শুধু মাত্র টাকার অভাবে এতো সুন্দর একটি বাচ্চাকে আমরা মরতে দেখবো এটা কিছুতেই মানতে পারছি না, আর একবার শিশু টিকে দেখুন, এই বয়সে দুটি অপারেশন এর ধাক্কা সামলে দৈনন্দিন যথেষ্ট শারীরিক কষ্ট পেয়েও হাতে পায়ে গলায় চ্যানেল নিয়েও এমন অমলিন হাসতে পারে! আজ পিকু যদি লড়াই করতে পারে তবে আমরা পারবো না কেন?
যে কোনো মূল্যের আর্থিক সাহায্য করতে পারেন।
আমাদের সহ কোষাধক্ষ্য কৌশিক ভাই Google pay অথবা phone pay এর নম্বরে 8768222515
বা সরাসরি ভাস্কর এর একাউন্টে
(a/c_0977010110320
Bhaskar Saha
UNITED BANK OF INDIA
IFSC-UTBI0DLRC99
branch name_DHULAURI(0977)
Bhaskar Saha
UNITED BANK OF INDIA
IFSC-UTBI0DLRC99
branch name_DHULAURI(0977)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊