ইতিমধ্যেই রাজ্যে পাস-ফেল ফেরানোর দাবিতে একাধিক শিক্ষক সংগঠন লাগাতার দাবি তুলে এসেছিল৷ একাধিক প্রস্তাবও জমা পড়েছিল৷ পাস-ফেল ফেরানো সিদ্ধান্ত রাজ্যের উপর চাপিয়ে দায় এড়িয়েছিল কেন্দ্র৷ এবার, একাধিক শিক্ষক সংগঠন ও শিক্ষাবিদদের মতামত নিয়ে পাস-ফেল ফেরাচ্ছে রাজ্য সরকার৷
শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল চালু হচ্ছে৷ আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে৷ ফলাফল প্রকাশ হওয়ার দু’মাসের মধ্যে অকৃতকার্যদের ফের সুযোগ দেওয়া হবে৷ অকৃতকার্যদের স্পেশাল ক্লাস নেওয়া হবে৷ শিক্ষকরা অকৃতকার্যদের নিয়ে পৃথক ক্লাস নেবেন৷ এই মর্মে কয়েক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার৷ তৈরি হচ্ছে নতুন গাইড লাইন৷
তবে, মাত্র দু’টি শ্রেণির জন্য পাস-ফেল ফিরিয়ে আদৌ কোন লাভ হবে কি? তা নিয়ে উঠছে প্রশ্ন৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊