pic source: nisithpramaniksansadcoochbehar fb

আজ ভেটাগুড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ৯ জন পঞ্চায়েত সদস্য পুনঃরায় বিজেপিতে যোগ দিলেন। সাংসদ নিশীথ প্রামাণিক জানিয়েছেন- "সংগঠন ও মোদীজির আদর্শের উপর বিশ্বাস রেখে এবং সমস্ত হুমকি ও ভীতি প্রদর্শন উপেক্ষা করে স্বেচ্ছায় বিজেপিতে পুনঃরায় যোগদিলেন ভেটাগুড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ৯ জন পঞ্চায়েত সদস্য ।" সেই সাথে তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন-"সকল পঞ্চায়েত সদস্য দের আমাদের উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ"