সোশ্যাল মিডিয়া সহ বাজারে একটা খবর ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে খুব শীঘ্রই চালু হতে চলেছে নতুন ১০০০ টাকার নোট । কিন্তু কথাটা কতটা সত্যি ? কি বলছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ?
বর্তমানে বাজারে ২০০০ টাকার নোটের তেমন দেখা মিলছে না । যার ফলে ২০০০ টাকার নোট বন্ধ হতে পারে বলে গুজব ছড়াচ্ছে ।নতুন এই নোটের নক্সা ঘুরতে থাকে স্যোশাল মিডিয়ায়। নতুন নোট কেমন হবে, তার রং কেমন এই নিয়ে বিস্তারিত পোস্ট স্যোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করলে মানুষ বিভ্রান্ত হয় । আর নেই দুনিয়ায় কোন কিছু ভাইরাল হতে সময় নেয় না । কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এ বিষয়ে কি বলছে ? আরবিআই-ও এই কথা স্বীকার করেছে যে ২০০০ টাকার নোটে কালোবাজারিদের সুবিধা হতে পারে, এই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে এই নোটের উৎপাদন ।
অবশেষে অনেকদিন পর এই বিষয়ে মুখ খুললো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক( RBI) । আরবিআই ৯ড়বী) স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে, ১০০০ টাকার নোট ছাপানো নিয়ে এই মুহূর্তে তাদের কোন পরিকল্পনা নেই । এমন কি এ বিষয়ে কোনরকম সিদ্ধান্ত হয়নি। নতুন নোটের যে নক্সা স্যোশাল মিডিয়ায় ঘুরছে তা ভুয়ো বলে জানিয়েছেন আরবিআই-এর আধিকারিকরা ।