উত্তরের গুনী সুজন মৃগাঙ্ক ভট্টাচার্য্য 
শুভাশিস দাশ 

উত্তরের গুনী সুজনের কলমে এবার যাঁর কথা বলবো তিনি উত্তরের এক স্বনামধন্য লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য্য । উত্তরের সাহিত্য অঙ্গন ছাড়িয়ে বেরিয়ে পড়েছেন কলকাতার সাহিত্য অঙ্গনেও । শৈশব থেকেই লেখালিখি নিয়ে একটা সূত্র ছিলই । আসলে যাঁরা প্রকৃত লেখক হবেন তাঁদের কিনতু ধাঁচ টাই বলে দেয় যা ওঁর মধ্যে আছে । দেখলে গম্ভীর মনে হবে কিনতু ভীষণ খোলা মেলা স্বভাবের । 
তাঁর লেখার আলাদা ধরন অনায়াসেই চিনিয়ে দেয় এটা মৃগাঙ্ক র লেখা । এই মুহূর্তে কথা সাহিত্যে যে দু চার জন উত্তর বঙ্গ থেকে উঠে আসছেন মৃগাঙ্ক ভট্টাচার্য্য তাঁদের অন্যতম । 
দৈনিক থেকে লিটিল ম্যাগ সর্বত্রই তাঁকে পাওয়া যাবে । এবারের বেশ কটি পূজো সংখ্যায় তো তাঁর গল্প প্রকাশিত হয়েছে । 
ইতিমধ্যেই তাঁর বই প্রকাশ হয়েছে বেশ কটি তার মধ্যে লাল ডাইরি এবং চংক্রমন পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছে । 
তাঁর কলম আরো দ্রুত বেগে ধাবিত হোক নতুন নতুন গল্পের আঙিনায় এই শুভ কামনা রইলো ।