আলাদিনের শহর -ওল্ড মানালি 
হোমাগ্নি ঘোষ 

 দুপাশে সারি সারি রং বেরঙের দোকান, তাতে হরেক রকমের জিনিস, কি তার বাহার কি তার গড়ন, যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন মাত করে রেখেছে চারপাশকে, পাশে বয়ে চলা মানাসলু নদীর গর্জনে মিশে যাচ্ছে সারা পৃথিবী থেকে আসা  নানান টুরিস্টের বিভিন্ন আনন্দ অনুভূতি.... ওল্ড মানালির রাস্তায় এলোমেলো চলার ফাকে দারুন লাগে কোথায় যেন নিউ মানালির থেকে ওল্ড অনেকটাই এগিয়ে বৈচিত্রতা, বিশ্বময় ভাতৃত্ববোধ গ্লোবালিসিমের দিক থেকে, সব দিক থেকেই ওল্ড মানালি যেন অনেক সুন্দর এবং রহস্যময়, কেন ওল্ড মানালি তার কারণ - 
1.নিউ মানালি অসংখ্য গাড়ি আর ট্রাফিকের জ্যাম সে তুলনায় ওল্ড মানালিতে অনেক কম সংখ্যক টুরিস্ট প্রধানত বিদেশিদের এখানে আনাগোনা 
2.ওল্ড মানালি নিউ মানালির থেকে অনেক বেশি পরিষ্কার এবং ভোরবেলা এখানকার মনোমুগ্ধকর দৃশ্যের পবিত্রতা নিউ মানালিতে পাবেন না 
3.পাহাড়ে এসে ভিড় কার ভালো লাগে বলুন, সুতরাং নির্জনতার দিক থেকে অনেকটা এগিয়ে ওল্ড মানালি
 4.লোকাল মার্কেট ওল্ড মানালি জাস্ট awesome 
5.সস্তার র হোটেল পেতে চাইলে অবশ্যই ওল্ড মানালি........ ভৃগু হ্রদ ট্রেকিং শেষেই আমি তাই পাড়ি দিয়েছিলাম ভারতের অন্যতম সুন্দর শৈল শহর ওল্ড মানালিতে... রাস্তার ধারের দোকানগুলো ভারী মজার তার যেন নিজেস্ব এক গল্প আছে....  


পোস্টার, শীতবস্ত্র, ট্যাটুর সরঞ্জাম, নেশাতুর গাঁজার উপকরণ, বিভিন্ন ব্যাগ, কাপ, কাঠের সামগ্রী আর এছাড়াও আছে ওল্ড মানালি স্পেশাল দারুন দারুন রেস্তোরা, তাতে দেশবিদেশের নানান উপাদেয় খাবার, আপনি চোখ বন্ধ করে ঢুকে পড়ুন যে কোন একটা পুরানো বিদেশী ধাঁচের রেস্তোরাতে কানে আসবে পুরানো জ্যাজ অথবা গিটার বাজিয়ে কোনো এক বিদেশির নেশাতুর গলায় জন লেনন ।

 ওল্ড মানালির সাথে আমি হিমাচলপ্রদেশের কাসলের বোহেমিয়ানার ভীষণ মিল খুঁজে পাই তাই আমার চোখে ওল্ড মানালি মিনি কাসল..... রাস্তার পাশে হয়তো চোখে পড়বে কোন এক বিদেশি বৃদ্ধ মেতে তার উপন্যাসের পাতায়, কোন সোনালী চুলের কিশোরীর উচ্ছল হাসি পাহাড়ের স্নিগ্ধতায়, রাস্তার বা পাশে পড়বে এভারগ্রিন ক্যাফে সেখান থেকে খেয়ে নিন গরম গরম apple cake আস্তে আস্তে মিশে যান ওল্ড মানালির বোহেমিয়ান আন্তরিকতায়.... ও ভালো কথা যারা দেশ বিদেশের খাবার ভালোবাসেন তাদের জন্যে ওল্ড মানালি স্বর্গরাজ্য, তাই কয়েকটা ক্যাফের নাম না করলেই নয় যেগুলো ওল্ড মানালির গর্ব 1.sunshine cafe 2.cafe Rendez vous 3.Drifters inn cafe 4.Rose cafe 5.cafe 1947 6.cafe Meraki 7.  Dylans toasted and roasted coffe house.... ছবির অধিকাংশই আমার খুব প্রিয় বন্ধু হিমাচলের সচিন তুলেছে ।