রাজস্বের মায়া কাটিয়ে তামাক বিরোধী আন্দোলনে সদর্থক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার৷ দেশের ২৩তম রাজ্য হিসেবে বাংলায় নিষিদ্ধ হল গুটখা-খৈনি-পানমশলা৷ 
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, আগামী ৭ নভেম্বর থেকে সমগ্র রাজ্যে গুটখা-পানমশালা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।