দীপাঞ্জন দত্ত, দিনহাটাঃ
দিনহাটা পাওয়ার হাউসমোড় বয়েজ ক্লাবের কালীপূজোর সূবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষ্যে আজ ক্লাবের পক্ষ থেকে গরীব দুস্থদের বস্ত্রদান করা হয়। 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার পৌরপিতা তথা বিধায়ক উদয়ন গুহ, কাউন্সিলর অসীম নন্দী, সমাজ সেবী অজয় রায় চিকিৎসক উজ্জ্বল আচার্য, চিকিৎসক কে সি সাহা প্রমুখ।
প্রায় দুই শতাধিক দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং বস্ত্রদানের আগে তাদের কে খিচুড়িও খাওয়ানো হয় বলে ক্লাব সদস্য কৌশিক সরকার জানান।