গান্ধীজির ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বালীগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের স্বচ্ছতা অভিযান এবং পদযাত্রা কার্যক্রমে অংশগ্রহন করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রী দিলীপ ঘোষ। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর বিতর্ক শুরু হয় তখন থেকেই। ছবিতে দেখা যাচ্ছে তিনি হাফপ্যান্ট পরে জুতা পায়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করছেন। 

এই ছবি নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কেউ আবার বিস্ময় প্রকাশ করে লিখেছেন 'জাতীর জনককে জুতো হাফপ্যান্ট পড়ে শ্রদ্ধা!" কেউ আবার ব্যঙ্গ করে বলছেন- "হাফ প্যান্টে শুরু ফুল প্যান্টে গরু "। এমনকি জুতোর ব্র্যান্ড নিয়েও তুলেছে প্রশ্ন- বলেছেন- "বাংলায় থাকতে হলে শ্রীলেদার পড়ুন , নাইকি কেন ?"

দেখুন সেই বিতর্কিত পোস্ট-