মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২ ৪শে অক্টোবর : 
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চুড়াভান্ডার অঞ্চলের জল্পেশ্বরের সংলগ্ন মধ্য শালবাড়ির দেউড়ি পাড়া এলাকায় আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ। জানা যায় তার স্বামীর নাম মলয় রায়। এ'দিন নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে তার স্ত্রী এবং বাড়ির উঠানে পরে থাকে তার আগুনে পোরা দেহ। 
প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের সহ সম্পাদক গৌতম বর্মন জানান-"আজকে আমরা প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের পক্ষ থেকে  ময়নাগুড়ির বার্নিশ এ  একটি প্রজেক্ট করার উদ্দেশ্যে  রওনা দেই এবং যাওয়ার পথে  জল্পেশ্বরের মধ্য শালবাড়ির দেউড়ি পাড়া এলাকায় এক গৃহবধূ নিজের  গায়ে  আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার কথা শুনতে পাই লোকজনের মুখে । বাড়িতে গিয়ে দেখি ওই মহিলা বাড়ির উঠানে পরে রয়েছে এবং  প্রচন্ড যন্ত্রনায়  কাতরাচ্ছে । আসে পাশে অনেক লোকজন  এবং তার নিজের  স্বামীও ছিল সেই স্থানে। কিন্তু তারা কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার  সাহস পায়নি । কিন্তু আমরা কোন  কিছু না ভেবেই ওনার গায়ে সুতি কাপড় পেঁচিয়ে তৎক্ষনাত একটি গাড়ি করে ওনাকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করে দেই।   সেই মহিলার বাড়ির লোকজন পরবর্তি সময়ে হাসপাতালে পৌঁছালে  আমরা তাদের কাছে রেখে চলে আসি।"
গতকাল  বিকেল ৪টা নাগাদ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।