Latest News

6/recent/ticker-posts

Ad Code

পূজার মুখে শোকের ছায়া-সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী

মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৩রা অক্টোবর : 
আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি সংলগ্ন এলাকার পূর্ব হারমতিতে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী। সূত্রে জানা যায় মাত্র ছয় মাস আগেই প্রেম করে বিয়ে হয়েছে বলরাম সিকদার ও সুমিত্রার। ভোটপট্টিতে শুরু হয় তাদের সংসার। গ্রামবাসীর অনুমান প্রায় ২ মাস ধরে চলছে তাদের দাম্পত্য জীবনে সন্দেহের জেড়ে ঝগড়া। 
বলরাম নিজের স্ত্রীকে পর পুরুষের সাথে ভালোবাসা ও সহবাসের সন্দেহ করতেন বলে জানান গ্রামবাসী। আরও জানান ওই ভুল বোঝাবুঝি নিয়ে দুজনের নিত্য অশান্তি লেগেই থাকতো। আজ বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকেদের মনে সন্দেহ জাগে। তারা দরজা ধাক্কা দিলে বলরামই দরজা খুলে দেয়। এবং তারা দেখতে পায় বিছানায় রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে সুমিত্রা। প্রতিবেশীরা বলরামকে দড়ি দিয়ে বেধে ময়নাগুড়ি থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code