সংবাদ একলব্য, 14 অক্টোবর : জগমোহন ডালমিয়ার পর বাংলা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন মহারাজ সৌরভ গাঙ্গুলি l কাল সারারাত নানা টানাপোড়েন এর পর সৌরভ গাঙ্গুলি এক প্রকার ছিনিয়ে নিলেন এই পদ l নানা রাজনৈতিক বাধা থাকলেও সিংহভাগ ভোটেই তার পক্ষে ছিল l নির্বাচকদের মত অনুসারে তিঁনিই যোগ্য প্রার্থী l ভারতীয় ক্রিকেট দলের পরিবর্তনের প্রথিকৃৎ এবার কিভাবে প্রশাসকের  ভূমিকা পালন  করে তাই দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা l