সংবাদ একলব্যঃ

সেপ্টেম্বর মাসের ১০ তারিখ একটি প্রতিবেদনে দেখানো হয়েছিলো 'বিপদ কালেও ফায়ারব্রিগেডের দেখা মিলবে না দিনহাটা ২ নং ব্লকের অনেক এলাকায়' । গত ৩০ সেপ্টেম্বর প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষামূলক ভাবে ফায়ারব্রিগেডের একটা ছোট গাড়ি পাঠানো হয়। কিন্তু সেটা আটকে যায় গেটে।
আজ প্রশাসনের পক্ষ থেকে লোহার গেটের উচ্চতা বৃদ্ধি করে দেওয়া হয়। ফলে এখন থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি সহজেই যেতে পারবে। এতে খুশি এলাকাবাসী।