মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৩রা  অক্টোবর ২০১৯: আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্রির সংলগ্ন গ্রামাঞ্চলের হেলাপাকড়ি এলাকায় পথ অবরোধ করে হেলাপাকড়ি যুব ছাত্র-ছাত্রী সংগঠন। তাদের থেকে জানা যায় সরকারি বাস না থাকায় ছাত্র-ছাত্রীদের কাছে  লোকাল যাত্রীবাহি বাসের ভাড়ার পরিমাণ অনেক বেশি হয়ে পড়ে। যেই পথ অতিক্রম করতে ৫ টাকা থেকে ১০ টাকা হওয়ার কথা সেই স্থান অতিক্রম করতে ২০-৩০ টাকা লাগে। যার ফলে আজকে হেলাপাকড়ি সড়কে পথ অবরোধ করে হেলাপাকড়ি ছাত্র-ছাত্রী সংগঠন । 
তাদের দাবি :
(১) ছাত্র-ছাত্রীদের কাছে ন্যায্য ভাড়া নিতে হবে।
(২) অবিলম্বে সরকারি বাস চালু করতে হবে।
(৩) কোরতলি পযর্ন্ত সরকারি বাস চাই।
যতক্ষণ পযর্ন্ত সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস না পাওয়া যায় ততোক্ষন পযর্ন্ত চলবে এই পথ অবরোধ বলে জানা যায় ।