হিমাদ্রী পাল, নাজিরহাটঃ 
নাজিরহাট যুব কল্যান সংঘের পক্ষথেকে শুভ পঞ্চমীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  পূজার ব্যস্ততা সত্বেও সংঘের সদস্যরা প্রায় ২৫ ব্যাগের মতন রক্ত ব্লাড ব্যঙ্কের হাতে তুলে দেন। 
প্রত্যেক রক্তদাতাকে গাছের চারা উপহার দেওয়া হয় ক্লাবের পক্ষথেকে। 

ক্লাব সেক্রেটারি রাজু সরকার জানান- কোচবিহার সেনজোন্স এর সহযোগিতায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  আগামীদিনে  আরও বেশি করে যাতে রক্তদাতা পাওয়া যায় সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে ক্লাব। আজ রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গাছের চারাও উপহার দেওয়া হয় রক্তদাতাদের। 

বিস্তারিত শুনুন ভিডিওতে-