সংবাদ একলব্য, 15 অক্টোবর : প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পরিচালনায় প্রাথমিকের শেষ  বৃত্তি পরীক্ষা আজ শুরু হলো যা চলবে আগামী 19 শে অক্টোবর l মাতৃভাষা, গণিত, সমাজ বিজ্ঞান, বিজ্ঞান ও ইংরেজি এই পাঁচটি বিষয়ে পরীক্ষা হবে l বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে l দিনহাটা মহকুমায় প্রায় পঁয়ত্রিশটি কেন্দ্রে দুই হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষাটি দিচ্ছে l মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের ভেনু ইনচার্জ উত্তম মন্ডল জানান যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়নে প্রত্যেক বছর এই পরীক্ষার আয়োজন করা হয় শিক্ষার্থীদের মান উন্নয়নে, তিনি আরও বলেন যে প্রাথমিকে ফেল প্রথা উঠে যাওয়ায় শিক্ষার্থীদের কিছু অংশে গাফিলতি লক্ষ্য করা যায়, এতে বিভিন্ন বিদ্যালয়ের অভিভাবকরা তাঁদের সন্তানদের পর্ষদ পরিচালিত এই পরীক্ষায় অংশগ্রহণ করান l বাংলা ছাড়াও উর্দু, নেপালি ও অলচিকি ভাষায় এই পরীক্ষা সারা রাজ্য ব্যাপী হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে চলছে l