Sangbad Ekalavya:  সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের জোড়া বটতলা এলাকায়। উদ্ধারকাজ চলেছে জোরকদমে। জানা গিয়েছে, শনিবার সকালে মুর্শিদাবাদের সালার থেকে কান্দির দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় ভরতপুর থানার জোড়া বটতলা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানের জমিতে উল্টে যায় বাসটি। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাসের প্রায় পনেরো জন যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের সকলকেই ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।