Sangbad Ekalavya:
এনআরসি নিপাত যাক’‌ স্লোগান তুলে এবার গান বাঁধলেন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায়  নতুন এই গান নিজের প্রোফাইলে পোস্ট করেছেন তিনি। এবার গিটার নয়, মাউথ অর্গান নিয়ে গেয়েছেন, ‘‌কই ছিলি, কোত্থেকে এলি, আয় খেলি, দেশ–‌দেশ খেলি।’‌ দক্ষিণ কলকাতার বাড়িতে বসেই নিজের অ্যান্ড্রয়েড ফোনে পোস্ট করার আগে এনআরসি নিয়ে তঁার চোখা প্রশ্ন:‌ ‘‌দাদু নারায়ণদাস চট্টোপাধ্যায় কি এ–‌দেশের লোক ছিলেন?’‌‌ সুমন বলছেন, ‘‌আমার বাবাও শুনেছি এ–‌দেশের লোক ছিলেন, শুনেছি। প্রমাণ কিছু আছে?‌ তেমন কোনও কাগজপত্র আমার হাতে নেই।’‌ এটুকু বলেই তাঁর স্লোগান:‌ এনআরসি নিপাত যাক!‌ নাগরিক পঞ্জিটঞ্জি নিপাত যাক!‌ গানের পরের কথাগুলি:‌ ‘‌সীমান্ত কাকে বলে কাঁটাতার বুঝি!‌/‌আয় খুঁজি দুনিয়াটা খুঁজি। /‌ওর খিদে তোর খিদে আমার একই খিদে,/‌খেতে দাও খাই। /‌সব ভাষা খিদে বোঝে/‌সবাই খাবার খোঁজে/‌তাই খেতে চাই।’‌‌‌