জশর আহমেদ ইউসুফ হকঃ   ঘটনা বা আন্দোলনের সূত্রপাত  'বাংলা পক্ষ'র  সহযোদ্ধা অমিত  সেনকে কেন্দ্র করে। তিনি  ব্যাঙ্ক ফর্মে বাংলা লেখার জন্য তাকে বলা হয়  বাংলাদেশি। 'বাংলাদেশি' বলা থেকে শুরু হয় আন্দোলন।এই ঘটনা ঘটেছে HDFC  ব্যাঙ্কে।এই ঘটনার সমাধান হতে না হতেই  নদীয়া 'বাংলা পক্ষ'র সহযোদ্ধা প্রণব নাজির  কলকাতার এক কর্ণাটক  ব্যাঙ্কে বাংলায় পরিষেবা চেয়ে অপমানিত হন। তাঁর পাশে  'বাংলা পক্ষ' এসে  রুখে দাঁড়ায়, ব্যাঙ্কে গিয়ে বারবার দেখা করা হয় ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে। ফেসবুক লাইভে এসে দাবি করা হয় বাংলা ভাষার অস্থিত্বের জন্য। তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি জানায় । প্রতিশ্রুতি  অনুযায়ী কর্ণাটক ব্যাঙ্কের ডিপোজিট(Deposit)  ফর্মে যোগ করা হয়  বাংলা।এবার 'বাংলা পক্ষ’র  দাবি,   'বাংলায় সব ব্যাঙ্কের সব পরিষেবা বাংলায় চাই, ব্যাঙ্কে সব চাকরির ৮৬% বাঙালীর চাই। এই নিয়ে বাংলা পক্ষর আন্দোলন চলছে জেলায় জেলায়।
জয় বাংলা'