আরিফ হোসেন, সাহেবগঞ্জ, ২৬ই সেপ্টেম্বর: বিদ‍্যাসাগরের ২০০ তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে সারা রাজ‍্য জুড়েই। সরকারীভাবে ২০ই সেপ্টেম্বর থেকে ২৬ ই সেপ্টেম্বর জুড়ে বিদ‍্যালয় গুলিতে নানান অনুষ্ঠানের মধ‍্য দিয়ে স্মরন করা হচ্ছে বিদ‍্যাসাগরকে। এদিন, সাহেবগঞ্জের তপোবন শীশুতীর্থে সকাল থেকেই দয়ারসাগর ঈশ্বরচন্দ বিদ‍্যাসাগরের জন্মতিথি উপলক্ষে তোড়জোড় চলছিল বেশ। বিদ‍্যাসাগরের প্রতিকৃতিতে মাল‍্যদানের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন, বেলা ১২টা থেকে মাতৃ মহল আসর এর আয়োজন করে বিদ‍্যালয় কর্তৃপক্ষ। নৃত‍্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চকে মাতিয়ে তোলে ক্ষুদে পড়ুয়ারা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কনক বর্মন সহ অন‍্যান‍্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। এই অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রী সহ অভিভাবিকাদের উপস্থিতি ছিল নজড়কারা। উপস্থিত উজ্জ্বল বর্মন জানায়, তপোবন শিশুতীর্থ বিদ‍্যালয় বিদ‍্যাসাগ‍রের জন্ম জয়ন্তী উপলক্ষে মাতৃ মহল আসরের আয়োজন করে। এতে সকলেই খুশি।