Sangbad Ekalavya:
পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির কোচবিহার জেলার সিতাই ব্লকের খামার প্রাথমিক বিদ্যালয়ে 31জনের ব্লক কমিটি গঠিত হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন মাননীয় কুদ্দুস আলম মহাশয়-সভাপতি কোচবিহার জেলা; উপস্থিত ছিলেন মাননীয় মহাসীন আলি উপস্থিত ছিলেন মাননীয়আবুল কালাম আজাদ- কোষাধক্ষ্য, উপস্থিত ছিলেন ফরিয়াদ হোসেন-সহ কোষাধ্যক্ষ, কোচবিহার জেলা; উপস্থিত ছিলেন মাননীয় রফিক আলম, আহ্বায়ক - কোচবিহার জেলা; উক্ত জেলা নেতৃত্বের উপস্থিতিতে সভাপতি হয়েছেন- মাধব বর্মন, সম্পাদক -শ্রীবাস সরকার, কোষাধ্যক্ষ- বিকাশ বর্মন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊