Latest News

6/recent/ticker-posts

Ad Code

খাঁচা ভাঙাপাখি-শাহীন রায়হান

খাঁচা ভাঙা পাখি
শাহীন রায়হান

ভাঙা খাঁচাটা বুকে নিয়ে আজ
করছি বিলাপ শুধু
মুখে হাসি নেই চোখ ভরা জল
দিগন্তটা ধুধু
.
না, আসে না, সেই সোনা পাখি
রেশম পালক ভরা
প্রিয়তম ঠোঁট টুকটুকে পায়ে
সোনার নূপুর পড়া।
.
স্মৃতি ভরা মন স্মৃতি বিভ্রমে
দিচ্ছে আমাকে ফাঁকি
পাখিটা তবু মনে রয়ে যায়
নির্জনে ওঠে ডাকি।
.
মন ভরা দুঃখ পুষে রাখি মনে
কষ্টে তাকাই দূরে
তবু ভাবি মনে ভাঙা খাঁচা কোণে
আসবে পাখি উড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code