গতকালের পর আজ আবার রেশন দোকানে হানা ।এবার ছদ্ম বেশে রেশন দোকান এ হানা খাদ্য কর্মধ্যক সিরাজ খানের। পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার মেছোগ্রাম এ রামপদ মাজি রেশন দোকান দার এর দুর্নীতি ।গ্রাহক দের সঙ্গে দুর্ব্যবহার। রেশন এ ওজন এ মাল কম দেওয়া। তারি সরেজমিনে জন ছদ্মবেশ এ গ্রাহক দের সঙ্গে দীর্ঘক্ষণ লাইন এ দাড়ালেন এবং সাধারণ গ্রাহক দের সঙ্গে দুর্ব্যবহার। রেশন দোকান খুলে ঘণ্টার পর ঘন্টা লাইন এ গ্রাহক দের দাড় করিয়ে নিজে বাড়িতে টিফিন করতে চলে যাওয়া। বাটখারা তে কম ও কেরোসিন দেওয়ার জায়গায় কম সবই ধরলেন হাতে নাতে। গ্রাহক দের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন। রেশন ডিলার কে সাবধান করলেন। সাধারণ মানুষের কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন খাদ্য কর্মদক্ষ। যেখান থেকেই অভিযোগ আছে জেলার এ প্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে যাচ্ছে কখনো ছদ্মবেশে কখনো ক্রেতা সেজে। খাদ্য কর্মাধ্যক্ষ এহেন কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজফিড থেকে সংগৃহীত)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊