Sangbad Ekalavya 3sep: আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। এদিন সকালে মহারাষ্ট্রের উড়ানে ওএনজিসি গ্যাস কমপ্লেক্সে আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বেশ কয়েকজন।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন সকাল ৭ টা নাগাদ নবি মুম্বইয়ের উড়ানে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) প্রকল্পের হিমঘর বা কোল্ড স্টোরেজে আগুন লাগে। ওএনজিসির দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দল সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের নিজস্ব দমকল বাহিনী ছাড়াও দ্রোণগিরি, জেএনপিটি, পানভেল এবং নেরুল থেকে দমকলের টিম ঘটনাস্থলে রওনা দেয়। উড়ান পুলিশ ঘটনাস্থলের দু’কিলোমিটার অঞ্চল ঘিরে ফেলে।. ঘটনায় প্রথমে তিনজনের গুরুতর আহত হওয়ার খবর আসে। তবে কিছুক্ষণ পরই জানা যায়, মৃত্যু হয়েছে পাঁচজনের। শুধু তাই নয়, দমকলের দুই কর্মী প্রাণ হারিয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। আহত ওএনজিসি কর্মীদের উড়ানের গ্রামীণ হসপিটালে ভরতি করা হয়েছে। যদিও প্রকল্পের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে তেল উৎপাদনে কোনও প্রভাব পড়েনি। হাজিরা প্রকল্পের দিকে গ্যাসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনা সম্ভব হয়েছে। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে স্টর্ম ওয়াটার ড্রেনেজেই আগুন লাগে।উল্লেখ্য, দিন তিনেক আগেই মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুরের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত হয়েছিল অন্তত ১৩ জনের। আহত হয়েছিলেন কমপক্ষে ৫৮জন। কারখানায় মজুত বেশ কয়েকটি সিলিন্ডার ফেটেই আগুন লেগেছিল বলে জানা গিয়েছিল। এদিন ফের অগ্নিকাণ্ডের খবরে আতঙ্ক ছড়াল উড়ানে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানা যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊