বেশ কিছুদিন ধরে ছেলেধরা আর গলাকাটার আতঙ্কে ভুগছে দিনহাটা মহকুমার গ্রামগুলি। সম্প্রতি দিনহাটা গোপালনগর এম এম এস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণ করবার চেষ্টার খবর ভাইরাল হতেই এই আতঙ্ক আরও অনেক গুন বৃদ্ধি পেয়েছে। বিশেষত বড়শাকদল, সাহেবগঞ্জ, বামনহাট, শালমারা, বুড়িরহাট, বাসন্তীরহাট প্রভৃতি গ্রাম গুলিতে ছেলেধরা সম্পর্কে বিভিন্ন গুজব চলছে। অনেকে বলেন " কোনো একখানে ব্রীজ তৈরি হচ্ছে সেজন্য সেখানে বাচ্চার মাথা লাগবে। " এ ধরনের গুজবে অনেক অভিভাবক তাদের বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। শালমারা গ্রামের একজন শিক্ষক মাননীয় জনার্দন বর্মন জানান "ছেলেধরা গুজবে বিদ্যালয়ে উপস্থিতির হার কমে যাচ্ছে। "
এ বিষয়ে দিনহাটা বিজ্ঞান মঞ্চের সদস্য মাননীয় দীপক পাল মহাশয় জানান " ছেলেধরা আর গলাকাটা বলে কিছুই নেই, এগুলি গুজব। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। "
এরই পাশে তালমিলিয়ে একটি ভিডিও ( সত্যতা যাচাই না করে) স্যোসাল মিডিয়ার দৌলতে মোবাইলে মোবাইলে ঘুরছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। ভিডিওটিতে একটি গলা কাটা বাচ্চার মাথা পড়ে থাকতে দেখা যাচ্ছে, সাথে একজন লোককে ঘিরে ধরে চলছে প্রহার। ভিডিওটির ভাষা শুনে মনে করা হচ্ছে ভিডিওটি আসামের কোথাও রেকর্ড করা। এই ভিডিও এবং 'ছেলেধরা' বিষয়টির মধ্যে কোথাও কোন সম্পর্ক আছে কিনা এই বিষয়ে প্রশ্ন উঠছে। সেই সাথে এই ছেলেধরা বিষয়টির পেছনেও কোন বিশেষ উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে অনেকের মনে।
আজ সাহেবগঞ্জ থানা এলাকায় এক ফেরিওয়ালাকে 'ছেলেধরা' ভেবে আটক করে সাহেবগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানাগেছে ।
টেপরাই গ্রামের নৃপেন চন্দ্র বর্মন ছেলেধরা বিষয়ে কি বললেন শুনেনিন-
আজ সাহেবগঞ্জ থানা এলাকায় এক ফেরিওয়ালাকে 'ছেলেধরা' ভেবে আটক করে সাহেবগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানাগেছে ।
টেপরাই গ্রামের নৃপেন চন্দ্র বর্মন ছেলেধরা বিষয়ে কি বললেন শুনেনিন-
আগামী পর্বে এই বিষয়ে বিশেষ আলোকপাত করা হবে। সাথে থাকুন, নিয়মিত আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊