Latest News

6/recent/ticker-posts

Ad Code

মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস উদযাপন দিনহাটায়




বিশ্বজিৎ বর্মন , দিনহাটা:- আজ বাংলা বর্ষের 23 শে ভাদ্র কামতাপুরী-রাজবংশী জাতির জনক মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 85 তম তিরোধান দিবস। দিনহাটার পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত হল। মনীষীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

উপস্থিত ছিলেন পঞ্চানন অনুগামী মঞ্চের সম্পাদক মাননীয় শ্রী বিবেকানন্দ রায় সিংহ মহাশয় ও অন্যান্য সদস্যদের মধ্যে হরি কমল বর্মন, মহাদেব বর্মন, পরিমল রায়, প্রদীপ চন্দ্র বর্মন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code