আসছে মা দুর্গা 
সুজন সাহা 

সোনালী রোদ আর শিউলি ফুলের মেলা
দিচ্ছে ডাক আশ্বিন আকাশে মা দুর্গা।
পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সবাই তুলছে সুর
ওই দেখো আসছে মা দুর্গা দাঁড়িয়ে অদূর।
অগ্নিদগ্ধ জেগেছে অমানুষের গলায় হিংসা বিদ্বেষ
ঘুচবে সবার মনে মায়ের ছোঁয়া য় কষ্ট হবে শেষ।
শুক্লপক্ষ সাজিয়েছি ডালা মা দুর্গার আগমনে
মনের আনন্দ উঠবে উতলে মায়ের সভাসনে।
ঢাক বাজে ঘন্টা বাজে সবার নাচের তালে তালে
বলছে মা দুর্গা সবার মঙ্গল হবেই হবে।
শিশির ভেজা ভোরে শারদ প্রাতের স্নিগ্ধতা য় মনে
স্বচ্ছ নীলে শুভ্র মেঘেরা দোলে কাশফুল ফোটা য় বনে।
সবার মনে পুলক জাগে আগমনীর খবর পেয়ে
এলো মা দুর্গা শিশির ভেজা নতুন ভোরে।
মাতছে সবাই ঘরে ঘরে নতুন ছন্দের রঙিন সাজে
ঢাকের শব্দে জানাচ্ছে মা দুর্গা আছি সবার সাথে।
মনে থাকে মাগো যেন আমাদের এই উৎকন্ঠা
পূর্নতা কি পাবো তোমায় ছাড়া তোমার পূজা।