অমিত সরকারঃ
পূর্ব ঘোষণা মত জিও নিয়ে এলো আকর্ষণীয় সব উপহার। দেশে যখন বিভিন্ন কোম্পানি কর্মী ছাঁটাইয়ের দিকে এবং বন্ধের দিকে বড় কিছু কারখানার মালিক।
তখন জিওর এই অফার গুলি কিছুটা হলেও শিল্পে বাড়তি জোয়ার আনবে বলে ধারণা একাংশের
৬৯৯ টাকা: এই প্ল্যানে গ্রাহক পাবেন ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (১০০ জিবি+৫০ জিবি অতিরিক্ত) পরিষেবা৷ জিও সিনেমা, জিও সাভান ব্যবহারের সুবিধা৷ এছাড়া পাবেন ভয়েস কলিং, টিভি ভিডিও কলিং, গেমিং, কন্টেন্ট শেয়ারিংয়ের সুযোগ।
৮৪৯ টাকা: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ১০০ এমবিপিএস স্পিড আনলিমিটেড ইন্টারনেট (২০০ জিবি+২০০ জিবি অতিরিক্ত) পরিষেবা৷ পাশাপাশি থাকছে ওটিটি অ্যাপ ব্যবহারের সুবিধা। বাকি সমস্তটাই থাকবে ৬৯৯-এর মতো৷
এছাড়া, ১২৯৯ টাকায় রয়েছে জিও ফাইবার গোল্ড প্ল্যান৷ ২৪৯৯ টাকায় জিও ফাইবার ডায়মন্ড প্ল্যান৷ ৩৯৯৯ টাকায় জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যান৷ এবং ৮৪৯৯ টাকায় জিও ফাইবার টায়টেনিয়াম প্ল্যান৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊