সংবাদ একলব্য, 20 সেপ্টেম্বর :
জীবন মানেই সংগ্রাম, আর এই সংগ্রাম যে চালিয়ে যাবে সে অবশ্যই জয় ছিনিয়ে আনবে l আমাদের সমাজে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া জনগণ জীবন সংগ্রামে যুক্ত থাকলে জয়ী একদিন হবেই l একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে তার প্রচেষ্টার দ্বারাl বর্তমান সময়ের সব থেকে নজরে বেকারত্ব, বেকার যুব সমাজ কর্ম সংস্থানের জন্যে প্রতিনিয়ত করছে l আর এই লড়াই চালিয়ে গেলেই আসবে নুতুন ভোর l কিন্তু এই লড়াই মাঝ পথে ছেড়ে দিলে হবে না, প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে l
তখন আর সাফল্যের পিছে ছুটতে হবে না সাফল্যই ছুটবে আমাদের পিছনে l তার জ্বলন্ত উদাহরণ অনেক থাকলেও একটি উদাহরণ না দিলেই নয় - মহারাষ্ট্র এর একটি প্রত্যান্ত গ্রামের স্কুলের মিড ডে মিল রাঁধেন ববিতা সুভাষ তাদে, মাসিক 1500 টাকা মজুরিতে কাজ করে যাচ্ছেন l তিনি হঠাৎ কেন সংবাদ শিরোনামে - এর কারণ জনপ্রিয় টিভি রিয়ালিটি শো কোন বানেগা কোরোরপাতি, এই শো তে তিনি জিতে নিলেন এক কোটি টাকা l দারিদ্রতাকে উপেক্ষা করে স্নাতক পাশ করলেও স্নাতকত্তোর ডিগ্রী করা হয়ে ওঠেনি l কিন্তু তার লক্ষ্য ছিল অটুট, সরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন সংসার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে l তিনি বলেন অন্যদের মতো টিভি সিরিয়ালকে বেছে না নিয়ে সংবাদ চ্যানেল গুলি প্রতিদিন দেখতেন সাম্প্রতিক ঘটনা জানার জন্যে l এই জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি আজ কোটিপতি l তিনি যদি সংগ্রাম চালিয়ে জয় কে ছিনিয়ে আনতে পারে তবে আমরা নই কেন? তাই প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে ফলের আশা না করে, ফল এমনিতেই চলে আসবে আমাদের কাছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊