সৌরভ  চক্রবর্তিঃনাসার অরবাইটার LRO বা Lunar Reconnaissance Orbitar - বিক্রমের ল্যান্ডিং সাইটের ছবি পাঠালো - কিন্তু LRO যখন চাঁদের দক্ষিণ মেরুর ওই অঞ্চলের ওপর দিয়ে যেতে যেতে ১৭ ই সেপ্টেম্বর, সিরিজে কতগুলো ছবি তোলে - তখন চাঁদে গোধুলী নেমেছে, সন্ধ্যা সমাগত, তাই বিস্তীর্ন এলাকা ছায়ায় ঢাকা, ছবিতেও হয়ত বিক্রম, ফোকাসের বাইরেই রয়ে গেছে, তবু এ ছবি এ্যানালিসিস করবে নাসা। 

২১ সেপ্টেম্বর হলো প্রতিক্ষার শেষ দিন, তারপরেই চাঁদে নামবে নিকষ কালো রাত্রি,তাপমাত্রা হু হু করে নেমে যাবে মাইনাস ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডে, ওই তাপমাত্রায় কাজ করার ক্ষমতা বিক্রমের নেই, তাই তার আয়ু ছিল চাঁদের একদিন বা পৃথিবীর ১৪ দিন, ধীরে ধীরে অন্ধকার ছেয়ে যাচ্ছে, এরপর শুধুই গাঢ় অন্ধকার।



আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন