গোসানিমারি হাইস্কুল মাঠে নেতাজী সংঘের পরিচালনায়  শুরু হলো আট দালীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট। শুভ উদ্বোধন করলেন ৬নং সিতাই বিধানসভার এমএলএ মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া,উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় নুর আলম হোসেন প্রমূখ।
আজ জমাদারবস এবং  গারো পাড়া ক্লাবের মধ্যে প্রথম খেলা শুরু হয়। নেতাজী ক্লাবের সদস্য জিয়ারুল হক (লাল ভাই) জানান- বিগত আট বছর থেকে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে । এইবারও শুরু হল। ফুটবল খেলার মধ্যদিয়ে সৌভাতৃত্বের সম্পর্ক দৃঢ় করবার একটা চেষ্টা এই ফুটবল ম্যাচের মধ্যদিয়ে।'