Sangbad Ekalavya 
বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যার মধ্যে একটি হল বেকারত্ব। সমীক্ষা করে দেখা গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গকে বেকারত্ব মুক্ত করতে রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে যুবশ্রী প্রকল্পের শুভারম্ভ হয়। এই প্রকল্পের আওতায় থাকা যুবকরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে রাজ্য সরকার পক্ষ থেকে পাবেন এবং শুধু তাই নয় কোন চাকরির ক্ষেত্রেও তারা এ প্রকল্পের জন্য অগ্রাধিকার পাবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। 
কিন্তু এমপ্লয়পমেন্ট ব্যাঙ্ক মেম্বার ইউনিয়ন দাবি তুলেছে- "ভাতা নয় ,কাজ চাই"। এই দাবিতে গত ২০ আগস্ট আন্দোলন এ সামিল হয় কোচবিহারের যুবশ্রীরা। আজ প্রায় ১০০ জনের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থীর কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমায় স্থায়ী ব্লক সমিতি গঠিত হয় ।
জেলা সভাপতি কুদ্দুস আলম এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে জগদীশ বর্মন কে সভাপতি , রঞ্জিত বর্মনকে সম্পাদক  এবং রবীন্দ্র বর্মনকে কোষাধ্যক্ষ পদে নির্বাচন করা হয়।


জেলা সভাপতি কুদ্দুস আলী জানান- 'আমাদের একটাই দাবী- 'ভাতা নয়, কাজ চাই' আর এই কাজের জন্য আমরা ক্রমশ সংঘবদ্ধ হচ্ছি, আগামীতে প্রতিটি ব্লকে ব্লকে সংগঠন তৈরি করা হবে।