অমিত সরকার, আলিপুরদুয়ারঃ দেশে যখন পিভি সিন্ধু, মিতালি রাজ, সাইনা নেওয়াল, এর মতো মহিলা ক্রীড়াবিদরা দেশের নামকে উজ্জ্বল  করছে।
"তবু তোমায় খুঁজে মরে সারা দেশ /ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ" 
সেই সময় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শালকুমার পঞ্চায়েতের বিরসা বিদ্যাভবন হাইস্কুলের প্রচেষ্টা অনেকটা নাম করার মত।
প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে এই বিদ্যালয়ে পরিদর্শন করে গেছেন গেছেন আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ জন্ বার্লা। তিনি উন্নয়ন এর জন্য আশ্বাস দিয়েছেন।
বিদ্যালয়ে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত বিদ্যালয় ক্লাস ফুটবল প্রতিযোগিতা এখানে মেয়েদের ভূমিকাও ছিল অনস্বীকার্য।
পরবর্তীতে এই বিদ্যালয়ের মহিলাদের ফুটবল প্রতিযোগিতা অন্যান্য বিদ্যালয় কেউ পথ দেখাবে বলে আশাবাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা।