Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেহাতই গরু! মানুষ হলে কি হতো? মর্মান্তিক ঘটনার সাক্ষী কালিয়াগঞ্জ



সংবাদ একলব্য, ২৫শে সেপ্টেম্বর ২০১৯: "মহেশ" গল্পে র পরিনতি কি হয়েছিল অনেকেরি জানা।কালিয়াগঞ্জ এর মিত্র এন্টারপ্রাইজ এর সামনে মনোমোহন রোডে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রাতরাশ সেরে সকলেই যখন সকালের খাবার খেয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখনই দেখতে পেলেন পথের ধারে পড়ে থাকা একটি গরুকে।  
 একটু প্রাণী কিন্তু মন আঁতকে উঠল কেন? নয় সে তো মানুষ নয়? প্রশ্নটা ঠিক এখানেই মানুষ হতো তবে হয়তো হয় তো অনেকের পরিবার কাঁপতো  বহু কাদত আত্মীয়-পরিজন।
 কিন্তু একটি অবলা প্রাণী যখন অন্যের অবহেলায় রাস্তায় পড়ে থাকে তখন তা হয় খুবই কষ্টের বেদনাদায়ক। পুলিশ এবং ফায়ার ব্রিগেড এর দল সেখানে পৌঁছালে সেই মৃত গরুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। জনতার ভিড়ে তখন রাস্তা প্রায় অবরুদ্ধ । 
প্রাথমিক অনুমান যে ইলেকট্রিক শক তবে এ নিয়ে তারা এখনো কোনো বক্তব্য জানায়নি তদন্তের পর বাকি বিষয়টি জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code