শুভাশিস দাশ :  ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড: সর্বপল্লী রাধা কৃষ্ণানের জন্মদিনটি কে  সমাজ শিক্ষক দিবস রূপে পালন করে আসছে । পাঁচ সেপ্টেম্বর এলে মঞ্চ সেজে ওঠে । রাধা কৃষ্ণনজীর ছবি বিক্রির ধুম পড়ে যায় কিন্তু ওই পালনেই আটকে থাকে সব ! 
তাঁর যে আদর্শ তা থেকে আমরা কতটা গ্রহণ করতে পেরেছি এই প্রশ্ন আজ করার সময় এসে গেছে । 
শিক্ষক জাতির মেরুদন্ড ! কিন্তু এক অদ্ভুত পরিস্থিতির স্বীকার আজকের শিক্ষক সমাজ । একটু চোখ কান খোলা রাখলেই দেখা যাবে কতটা মানসিক চাপে রয়েছেন শিক্ষক কুল ! বলতে দ্বিধা নেই এই রাজ্যে স্কুল কলেজে শাসকদলের পৃষ্টপোষক ছাত্রদের একাংশ আকছাড় হেনস্তা করছে শিক্ষক দের । কথায় কথায় বচসা এবং মারধর করার ঘটনা সবার জ্ঞাত । 
অনেকেই ভাবছেন কলমচি শিক্ষক দের নিয়ে সাফাই গাইছেন , না এটাই আজকের দিনের বাস্তব চিত্র! মূল্যবোধ আজ তলানিতে ঠেকেছে । 
ছাত্র শিক্ষক সম্পর্ক একটা কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে কেবলই দূরত্ব বাড়াচ্ছে অথচ আমরা কেউ ভাবছি না । 
সব শিক্ষকই যে ধোয়া তুলসী পাতা তা হলফ করে বলা যাবে না তবে ভালো শিক্ষক এখনো আছেন যাঁদের ছাত্র অন্ত প্রাণ । কিছু করার চেষ্টা আছে ছাত্রদের জন্য এমন শিক্ষকও আছেন । 
প্রতিবছর নিয়ম করে পালিত হয় শিক্ষক দিবস । শিক্ষকতার কাজের মূল্যায়নে পুরস্কারও চালু আছে কিন্তু সত্যিই কি তাঁরা পুরস্কার পান যাঁরা জীবনটাই স্কুলটির জন্য জীবন পাত করলো ! আসলে আমাদের সব কিছুতেই একটা কিন্তু রয়ে যায় । সুপারিশ না হলে পুরস্কার যে অধরাই থেকে যায় । 
সে যা হোক । শিক্ষক দিবসে অন্তত এই অঙ্গীকার হোক তাঁর আদর্শ কে অন্তত কিছুটা হলেও আমরা যেন হৃদয়ঙ্গম করতে পারি এটাই জরুরি !