আজ প্রখ্যাত প্রকৃতি-প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্মদিন । ১৮৯৪ খ্রীষ্টাব্দের ১২ সেপ্টেম্বর উত্তর-চব্বিশ পরগণার কল্যাণীর নিকটবর্তী ঘোষপাড়া অঞ্চলের মুরারীপূর গ্ৰামে তাঁর জন্ম হয় । পিতার নাম - মহানন্দ বন্দোপাধ্যায়, সংকৃতের প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন ও মাতার নাম - মৃণালিনী দেবী ।
তাঁর প্রসিদ্ধ রচনাবলী -
উপেক্ষিত, পথের পাঁচালী, আরণ্যক,
অশনি সংকেত, ইছামতী, আদর্শ হিন্দু হোটেল,
চাঁদের পাহাড় ইত্যাদি ।
১৯৫০ সালে তিনি এই পৃথিবীর মায়া কাটিয়ে অমৃতলোকে যাত্রা করেন ।
জন্মদিনে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়কে
আমার আন্তরিক শ্রদ্ধা জানাই ।
তাঁর প্রসিদ্ধ রচনাবলী -
উপেক্ষিত, পথের পাঁচালী, আরণ্যক,
অশনি সংকেত, ইছামতী, আদর্শ হিন্দু হোটেল,
চাঁদের পাহাড় ইত্যাদি ।
১৯৫০ সালে তিনি এই পৃথিবীর মায়া কাটিয়ে অমৃতলোকে যাত্রা করেন ।
জন্মদিনে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়কে
আমার আন্তরিক শ্রদ্ধা জানাই ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊