সংবাদ একলব্যঃ  দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকার ওসমান আলীর  বাড়িতে বোমাবাজি ও মকচেদ মিয়ার বাড়ি ভাংচুর করে এমনি অভিযোগ  বিজেপির,  গতকাল ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে পুলিশ। তৃনমুলের দলীয় কার্যালয় দীর্ঘদিন  বন্ধ ছিল, গত পরশু অঞ্চল খোলার পরেই এই বোমাবাজি, বিজেপির দুষ্কৃতিরা এই বোমাবাজি করেছে বলে অভিযোগ  তৃনমুলের। ঘটনার জেরে  বিজেপির পক্ষ থেকে আজ সকাল থেকেই  ভেটাগুড়িতে পথ অবরোধ চলছে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।এমনকি বিরাট পুলিশবাহিনি এলেও পথ অবরোধ  ওঠেনি। বিস্তারিত দেখুন ভিডিওতে-









আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন