Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চে বাধার অভিযোগ

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চে বাধা, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

The Bengal Files trailer



কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানকে ঘিরে তৈরি হলো বিতর্ক। অভিযোগ, প্রথমে হোটেল কর্তৃপক্ষ এসে অনুষ্ঠানে বাধা দেন। পরে সাংবাদিক বৈঠক করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং ফের ট্রেলার চালানো হয়। কিন্তু অভিযোগ, দ্বিতীয়বারেও পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে বাধা দেওয়া হয়।




এই ঘটনায় উপস্থিত সাংবাদিক মহলের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, তিনি শুধু একটি চলচ্চিত্রের ট্রেলার দেখাতে চেয়েছিলেন, অথচ তা নিয়েই এমন বাধার মুখে পড়তে হলো। তাঁর দাবি, সাংবিধানিক অধিকার অনুযায়ী কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন হস্তক্ষেপ অনভিপ্রেত। বিবেক অগ্নিহোত্রী বলেন, "কেন একজন পরিচালকের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে ? দেশভাগের উপর যে সিনেমা তৈরি হয়েছে, কেন বন্ধ করার চেষ্টা হচ্ছে? একে বলে অসহযোগিতা। সত্যজিৎ রায়ের রাজ্যে এক পরিচালকের আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতে কি দু'টো সংবিধান চলে ? একটা, ভারতে। আর একটা, এখানে ম্যাডামের। চলতে থাকা ট্রেলার বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। থিয়েটারের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে। কত পুলিশ এখানে এসেছে দেখতে পাচ্ছেন। আমরা কি চোর ? এটাকে বলা হয় আরাজকতা। এটা একনায়কতন্ত্র। এটা ফ্যাসিবাদ। এটা আমি সহ্য করতে পারছি না।"

বাইপাসের ধারে, ITC রয়্যাল বেঙ্গল হোটেলে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্য বেঙ্গল ফাইলস'- এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দুপুর ১টা ১০ নাগাদ শুরু হয়। কিন্তু ট্রেলার লঞ্চ নিয়ে শুরু হয় ধুন্ধুমার। এমনকি পরিচালক ও পুলিশের বচসা হয় বলেও খবর। যদিও কেন ট্রেলার লঞ্চ আটকানো হল, তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি উপস্থিত পুলিশ অফিসাররা।

ঘটনায় পুলিশ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code