বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি-বিজড়িত এলাকায় তাঁর জন্মদিন উপলক্ষে সেজে উঠেছিল সাহিত্য মেলা। অথচ সেই স্মৃতি মঞ্চেই আয়োজিত হল যুবতীদের চটুল নাচ! নাচের তালে দর্শকাসনে কোমর দোলালো এলাকার মদ্যপরা। সাহিত্য মেলায় এমন ঘটনায় ক্ষুব্ধ সাহিত্যপ্রেমীরা। অনেকেই বলছেন, এটি বাংলা সাহিত্যের জন্য অত্যন্ত লজ্জার একটি কালো দিন৷
সূত্রের খবর, বিভূতিভূষণের জন্মদিন উপলক্ষ্যে গত ২৩ বছর ধরে শ্রীপল্লির মাঠে আয়োজিত হয় ‘বিভূতিভূষণ সাহিত্য মেলা ও লোকসংস্কৃতি উৎসব’। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা, এমনকী বাইরের রাজ্য থেকেও বহু সাহিত্যপ্রেমী আসেন এখানে। বিভূতিভূষণের নামাঙ্কিত মঞ্চে চলে বিভূতি সাহিত্য-আলোচনা, বাউল গান-সহ বাংলার নানা প্রাচীন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে কেন্দ্র করে মাঠে বসে বিভিন্ন দোকান। বহু মানুষের সমাগম হয় এখানে।
উত্তর ২৪ পরগণার বনগাঁর গোপালনগর থানার শ্রীপল্লি এলাকায় রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি-বিজড়িত বাড়ি। এই বাড়িতে তিনি কাটিয়েছেন স্কুলজীবন। রচনা করেছেন বহু সাহিত্যও। পরবর্তীকালে তিনি গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষকতাও করতে যেতেন এই বাড়ি থেকেই। সেই কারণে বাঙালি সাহিত্য প্রেমীদের কাছে বনগাঁর শ্রীপল্লি এলাকা খুবই তাৎপর্যপূর্ণ।
দেখুন সেই বিতর্কিত ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊