Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর মুখে টানা চার দিন ব্যাংক ধর্মঘট

সংবাদ একলব্য, 13 সেপ্টেম্বর : পুজোর আগে আগামী 26 ও 27শে সেপ্টেম্বর চারটি ব্যাংক সংগঠন ব্যাংক সংযুক্তকারণের প্রতিবাদে ধর্মঘট এর ডাক দিল l এটিএম পরিষেবাও বন্ধ থাকবে বলে জানা গেছে l 26 ও 27 শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ায় টানা চারদিন ব্যাংক পরিষেবা ব্যাহত হবে l তাই পুজোর মুখে সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ l তবে কোন কোন ব্যাংক এর আওতায় আসছে তা এখনো স্পষ্ট নয় l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code