১। এলিজি
তুমি প্রতি বসন্তকালে নিয়মিত নিমপাতা
প্রতিবছর শীত শেষে
তোমার আঁচলে কথকতা, কত কত রেসিপি
খবরের কাগজে বেরিয়েছে উত্তরের পাহাড়ে
কোথাও কোথাও ধ্বস নেমেছে
সারাদিন এইসব হাল্কা কথায়
ভরে দিতে দিতে পাশাপাশি ভেসে যাওয়া
এসব তো গতজন্মের কথা
তুমি তুলে রাখতে শীতে দিয়ে রোদের কাপড়
তুমি রোদের ভেতর থেকে রোদ কুড়িয়ে নিয়ে
শুইয়ে রাখতে শীতের পোশাকের পাশে
এখনও তুমি ঝুলিয়ে রাখ
একটুকরো তোমাকে পাতাদের ফাঁকে
শীতের সবজিতে কাঁটা দেখে চমকে ওঠো
কতদিন আর এই আপতকালীন মোমবাতি
আমি একা একা খুঁজি একখন্ড তুমি
রোদের আঁচলে
আমাদের পোশাক থেকে গড়িয়ে পড় নাতো তুমি
আমার শহরে নেই নেই
নেই নেই শুনতে শুনতে
সারাপথ একা একা হাঁটি স্বগতোক্তি কথায়।
২। পিকনিক
তখনও শরীরে সেই আশ্চর্য স্বেদ গন্ধ
নিস্তব্ধ প্রায় শাল জঙ্গল
বয়ে যাওয়া নদী
কবিতার শব্দগুলোকে কি করে যে মিলিয়ে দিয়েছিল
তখনই আচমকা
নদীটা তট অতিক্রম করে তার বুকে উঠে এল।
৩। প্রচ্ছদ
আমার শিরোনামহীন কবিতা দেখে
তিনি বললেন, এতো নগ্নতা
তিনি সেই নগ্নতা ঢেকে দিলেন
চুমুতে চুমুতে
একজন খরা প্রবণ মানুষের মত
আমার ক্যানভাসে বিপদজনক ভাবে
ঝুলে আছে কুয়াশা ও রং
কাকেদের মরচে পড়া ছবিতে
আমার গন্ধমাখা রুমালে লেগে আছে
তিনশো পঁয়ষট্টি দিন
আমার প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আলাদা আলাদা।
তুমি প্রতি বসন্তকালে নিয়মিত নিমপাতা
প্রতিবছর শীত শেষে
তোমার আঁচলে কথকতা, কত কত রেসিপি
খবরের কাগজে বেরিয়েছে উত্তরের পাহাড়ে
কোথাও কোথাও ধ্বস নেমেছে
সারাদিন এইসব হাল্কা কথায়
ভরে দিতে দিতে পাশাপাশি ভেসে যাওয়া
এসব তো গতজন্মের কথা
তুমি তুলে রাখতে শীতে দিয়ে রোদের কাপড়
তুমি রোদের ভেতর থেকে রোদ কুড়িয়ে নিয়ে
শুইয়ে রাখতে শীতের পোশাকের পাশে
এখনও তুমি ঝুলিয়ে রাখ
একটুকরো তোমাকে পাতাদের ফাঁকে
শীতের সবজিতে কাঁটা দেখে চমকে ওঠো
কতদিন আর এই আপতকালীন মোমবাতি
আমি একা একা খুঁজি একখন্ড তুমি
রোদের আঁচলে
আমাদের পোশাক থেকে গড়িয়ে পড় নাতো তুমি
আমার শহরে নেই নেই
নেই নেই শুনতে শুনতে
সারাপথ একা একা হাঁটি স্বগতোক্তি কথায়।
২। পিকনিক
তখনও শরীরে সেই আশ্চর্য স্বেদ গন্ধ
নিস্তব্ধ প্রায় শাল জঙ্গল
বয়ে যাওয়া নদী
কবিতার শব্দগুলোকে কি করে যে মিলিয়ে দিয়েছিল
তখনই আচমকা
নদীটা তট অতিক্রম করে তার বুকে উঠে এল।
৩। প্রচ্ছদ
আমার শিরোনামহীন কবিতা দেখে
তিনি বললেন, এতো নগ্নতা
তিনি সেই নগ্নতা ঢেকে দিলেন
চুমুতে চুমুতে
একজন খরা প্রবণ মানুষের মত
আমার ক্যানভাসে বিপদজনক ভাবে
ঝুলে আছে কুয়াশা ও রং
কাকেদের মরচে পড়া ছবিতে
আমার গন্ধমাখা রুমালে লেগে আছে
তিনশো পঁয়ষট্টি দিন
আমার প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আলাদা আলাদা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊