অমিত সরকার,রতুয়া,২ সেপ্টেম্বরঃ

মৃত ইয়াসদানী আক্তারের আত্মীয় জুলফিকার আলী জানান, এরা তিনজনই সম্পর্কে কাকাতো ভাই বোন। বাড়ি রতুয়া-১ ব্লকের বলদিয়া পুকুর গ্রামে । তিনজনই ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসার পড়ুয়া। একসাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাদো স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে।

সামসীর দিক থেকে এক ম্যাটাডোর রতুয়ার অভিমুখে আসছিল এবং রতুয়া থেকে সামসীর অভিমুখে এক পিকআপ ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল ঠিক সে সময় ওই দুই গাড়ি পাশ কাটাতে গিয়ে এই তিনজনকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াজদানী আক্তারের এবং আহত হয় সেলিম আক্তার ও সামির আক্তার।

রতুয়া গ্রামীণ হাসপাতালে, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে।