অনুপম মোদক, 2 সেপ্টেম্বর, লাঙুলীয়া প্রথম খন্ড : গতকাল  বিদ্যাসাগর কোচিং সেন্টারে  আয়োজিত হয়েছে পরিবেশ সংরক্ষণ, সর্পদংশন সম্পর্কে সচেতনতা ও আমাজন অরণ্যে অগ্নিকাণ্ডের কুফল নিয়ে সচেতনতার পাঠ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  শিক্ষক শ্রী দীপক পাল,  নিটন রায় ও টিটু দেবনাথ।
শিক্ষক দীপক পাল এ  সম্পর্কে   কি বললেন  আসুন  বিস্তারিত ভিডিও  তে  দেখে  নেই-