Sangbad Ekalavya: গল্প চুরির অভিযোগে বহুবার বিদ্ধ হয়েছেন বহু পরিচালক এবার" সাহুর" মত সিনেমার পরিচালক ও বাধ্য হলেন বিদ্ধ হতে।
ছবি মুক্তি পেয়েছে এই শুক্রবার। আর তার দিন কয়েক পেরোতে না পেরোতেই বক্সঅফিসে রেকর্ড ভাঙা সাফল্যের নজির গড়েছে প্রভাসের ‘সাহো’। বক্স অফিস রিপোর্ট বলছে, দক্ষিণী সুপারস্টার প্রভাসের জনপ্রিয়তার কাছে হার মানতে বাধ্য বলিউডের ‘খান’রা। কারণ, আজ পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে কোনও খানের ছবিই নাকি এত দ্রুতহারে বক্স অফিসে জড় তুলতে পারেনি। ‘সাহো’ নাকি রীতিমতো টেক্কা দিচ্ছে রজনীকান্তের ছবিকেও। স্বাভাববিকবশতই প্রভাসের আগের ছবি ‘বাহুবলী’র সঙ্গে তুলনা টেনে ফেলেছেন খোদ সিনে বাণিজ্য বিশ্লেষকরাও। বাহুবলীর মতো সাফল্য কি পাবে প্রভাসের নতুন ছবি। এই মুহূর্তে অনেকেরই মনেই ঘুরছে এমন প্রশ্ন। এই ছবির কন্টেন্টে সিনে সমালোচকরা তেমনটা না মজলেও রেকর্ড হারে ব্যবসা কিন্তু করে ‘সাহো’র মুকুটে যোগ করে ফেলেছে নয়া পালক। আর এর মাঝেই ফরাসি পরিচালকের বিদ্রুপ বাণে বিদ্ধ হতে হল ছবির পরিচালককে। এই অবশ্য প্রথমবার নয়, এর আগেও বেশ কজন দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ এনেছিলেন জেরম সালে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊