দীপ রায়ঃ
দামি মোবাইল ফোন ফেরত দিয়ে নজির গড়লেন মুর্শিদাবাদের আলী আকবর। ঘটনাটি নদীয়া জেলার তাহেরপুরের।শুভজিৎ লোধ নামে অফিস যাত্রী কৃষ্ণনগর থেকে শিয়ালদহর ট্রেন ধরেন রাত ১০.১৭মি: তার বাড়ি তাহেরপুর যাওয়ার উদ্দেশ্যে।কিন্তু তিনি তাহেরপুর নেমে গেলে ভুল করে মোবাইল ফোনটি ট্রেনের মধ্যে ফেলে যান।ট্রেনের মধ্যে মোবাইল ফোনটি পান মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার বাসিন্দা আলী আকবর,যিনি ওই ট্রেনে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন।
এত দামি ফোন পেয়ে খুব চিন্তিত হয়ে পড়েন ভাবতে শুরু করেন কিভাবে মালিকের কাছে মোবাইল ফোনটি ফেরত দেওয়া যায়।এমন সময় মোবাইলের রিংটোন বেজে উঠলো।মোবাইলের মালিক ফোন করেছে শুনেই যেন আলী আকবরের মনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ।কথা হলো আগামীকাল হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মোবাইল কোনটি ফেরত দিয়ে যাবেন ।যথারীতি পরেরদিন ফোনটি তাহেরপুরে এসে তুলে দেন শুভ বাবুর হাতে ।এখনো অনেক সৎ মানুষ আছেন এমনটা ভেবে শুভ বাবু কিছু উপহার নিয়ে এসেছিলেন কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন।শুভজিৎ বাবুর বন্ধু রুপক ঘোষ বলেন-"অভাবী অথচ এমন মানুষও আছেন ভাবতে অবাক লাগে'।আর আলী আকবরের কথায় "এটা তেমন কিছু নয় যার জিনিস তাকে ফেরত দিয়েছি আর তার জিনিস ফেরত দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে "।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊