অমিত সরকার;
কাল থেকে শুরু হলো বালুরঘাটে স্কুল ড্রামা ফেস্টিভাল। বালুরঘাট নাট্য মন্দিরে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দীর্ঘ পাঁচ বছর ধরে এই অনুষ্ঠান চলছে।

২০১৭ সালে বন্যার জন্য  শুধু এই অনুষ্ঠান বন্ধ ছিল। তিন দিনে ন টা স্কুল এখানে নাট্য পরিবেশন করবেন। প্রতিদিন তিনটি করে নাটক অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।

প্রথম দিন বালুরঘাট খাদিমপুর বয়েস, সারদা মিশন, গ্রিনভিউ ইংলিশ মিডিয়াম, তিনটি স্কুল পারফরম্যান্স করেছে।

প্রজ্ঞা ডান্স একাডেমী নৃত্য থেকে বালিকারা এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি তার মনোজ্ঞ বক্তৃতায় বলেন বিশেষ শিশুদের সঠিক বিকাশের লক্ষ্যে এই রকম অনুষ্ঠান আরো হওয়া দরকার এবং তিনি ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের পরিচালনাকারীদের এবং ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তিনি অঙ্গীকার করেন।