শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, তদন্তে EOW
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০.৪৮ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারী মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ নামে একটি অনলাইন শপিং কোম্পানির ব্যবসা সম্প্রসারণের নামে এই অর্থ তাঁরা নিয়েছিলেন, কিন্তু তা ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত খরচে।
দীপক কোঠারির দাবি, ২০১৫ সালে রাজেশ আর্য নামে এক এজেন্টের মাধ্যমে তাঁর সঙ্গে শিল্পা ও রাজের পরিচয় হয়। তখন তাঁরা ‘বেস্ট ডিল টিভি’-র ডিরেক্টর ছিলেন এবং শিল্পা শেট্টির ছিল কোম্পানির ৮৭ শতাংশ শেয়ার। রাজেশ আর্য কোম্পানির জন্য ৭৫ কোটি টাকার ঋণ চেয়েছিলেন, বার্ষিক ১২ শতাংশ সুদে। কিন্তু করের বোঝা এড়াতে তিনি পরামর্শ দেন, ঋণের পরিবর্তে তা "ইনভেস্টমেন্ট" হিসেবে দেখানো হোক।
একটি বৈঠকের মাধ্যমে চুক্তি চূড়ান্ত হয় এবং দীপক কোঠারি প্রথম কিস্তিতে এপ্রিল ২০১৫-তে ₹৩১.৯৫ কোটি ট্রান্সফার করেন। এরপর কর সংক্রান্ত সমস্যা অব্যাহত থাকায় সেপ্টেম্বরে দ্বিতীয় চুক্তি হয়, যার মাধ্যমে জুলাই ২০১৫ থেকে মার্চ ২০১৬ পর্যন্ত আরও ₹২৮.৫৪ কোটি পাঠানো হয়। সব মিলিয়ে ₹৬০.৪৮ কোটি ছাড়াও ₹৩.১৯ লক্ষ স্ট্যাম্প ডিউটি প্রদান করেন তিনি।
২০১৬ সালের এপ্রিল মাসে শিল্পা শেট্টি তাঁকে একটি ব্যক্তিগত গ্যারান্টি দেন, কিন্তু কয়েক মাস পর সেপ্টেম্বরে তিনি কোম্পানির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। এর কিছুদিন পরেই ₹১.২৮ কোটি টাকার একটি ইনসোলভেন্সি মামলা ওঠে কোম্পানির বিরুদ্ধে, যার বিষয়ে কোঠারি সম্পূর্ণ অজ্ঞ ছিলেন।
দীর্ঘদিন ধরে টাকা ফেরতের অনুরোধ করলেও কোনও সাড়া না পেয়ে তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, শিল্পা ও রাজ একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ব্যবসার নামে টাকা নিয়ে তা ব্যক্তিগত খাতে ব্যবহার করেছেন। প্রথমে জুহু থানায় প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের হয়, পরে ₹১০ কোটি ছাড়িয়ে যাওয়ায় তা অর্থনৈতিক অপরাধ শাখার (EOW) হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে মামলার তদন্ত চলছে।
Tag:শিল্পা শেট্টি প্রতারণা, রাজ কুন্দ্রা জালিয়াতি, Best Deal TV মামলা, দীপক কোঠারি অভিযোগ, EOW তদন্ত, বলিউড আর্থিক কেলেঙ্কারি, ৬০ কোটি প্রতারণা মামলা, Shilpa Shetty fraud case, Raj Kundra cheating FIR
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊