Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষক দিবসে গোসানিমারীতে পথ অবরোধ ছাত্রীদের



সংবাদ একলব্যঃ গোসানিমারী  গার্লস স্কুলের ছাত্রীরা শিক্ষক দিবসের দিন  শিক্ষকদের দাবীতে পথ অবরোধ করে সকাল ১১টা নাগাদ। এখনও পথ অবরোধ  চলছে।পুলিশ আসলেও পথ অবরোধ ওঠেনি। জানা যায় মাত্র তিনজন শিক্ষিকা দ্বারা বিদ্যালয়ে পঠন-পাঠন চলে। শিক্ষিকার অভাবে বিদ্যালয়ে পঠন-পাঠন  ঠিক মতন হয় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি সরস্বতী বর্মনের ফোনে যোগাযোগ হলে তিনি জানান "বিদ্যালয়ের বাইরে কোথায় পথ অবরোধ হচ্ছে এবং কেন হচ্ছে তা জানা নেই"






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code