Sangbad Ekalavya:

পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে আজ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রতিটি কলেজে ধর্মঘট চলছে।কলেজের অস্থায়ী কর্মচারীদের মূলদাবি হলো সমকাজে সমবেতন এবং চাকরির স্থায়ীকরণ।রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি দিনহাটা,তুফানগঞ্জ কলেজে ধর্মঘট চলছে।দিনহাটা কলেজের গেটের সামনে অবস্থানে বসেছেন কলেজের অস্থায়ী কর্মচারীরা।