সংবাদ একলব্য, দিনহাটা, ৫ সেপ্টেম্বর:
চারিদিকে যখন ছেলেধরা ছেলেধরা গুজবে আতঙ্কিত দিনহাটার বিভিন্ন গ্রামগুলি এমতাবস্থায় দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে উদ্ধার হল এক শিশু। তাকে অনেক জিজ্ঞাসা বাদের পরেও সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনি।স্থানীয় সূত্রে খবর এক টোটো করে সে মায়ের কর্মস্থল দুই নং পুল নিকটবর্তী হলদীমিলে আসে। কিন্তু সেখানে এসে টোটো চালক জানতে পারে সেখানে কোনও মহিলা কাজ করে না। সমস্যায় পড়েন টোটো চালক। দু একজনকে কথাটা জানাতেই প্রচুর লোকজন সেখানে জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই দিনহাটা থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় এবং শিশুটিকে উদ্ধার করে। টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊